নিজেস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনী হলফনামায় নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হলফনামায় উল্লেখ করা সম্পদের বিবরণী পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি কারো সম্পদের তথ্য সন্দেহজনক তথ্য থাকে সেটা বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করবো। দরকার হলে দুদকের অন্যান্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করবো। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
নতুন আইন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, আমার বক্তব্য সুস্পষ্ট দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়। যদি আপসযোগ্য না হয়ে থাকে, তার মানে আপস করা যাবে না। যদি নতুন আইনে আপসের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকবো। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলবো। মতবিনিময় সভায় দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদও বক্তব্য রাখেন।
কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুদকের মামলা প্রমাণে বিচারককে উপযুক্ত তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করবো। যেহেতু আমাদের এখতিয়ার আছে, যে কোনো খবরের কাগজের প্রকাশিত তথ্য-উপাত্ত আমরা আমলে নিতে পারি। আপনাদের প্রতি বিনীতিভাবে বলবো, আপনাদের খবরের প্রচার যেন অত্যান্ত তথ্য নির্ভর হয়। শোনা কথা উপর নয়, যেন যাচাই-বাছাই করে আপনারা খবরের দ্বারাই মামলার চার্জশিট হয়।
কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুদক এবং র্যাক কেবল ওতপ্রোতভাবে জড়িতই নয়, দুদক এবং র্যাক একই প্রতিষ্ঠান। যদি র্যাক একদিনের জন্য চোখ বন্ধ করে, দুদক এক সপ্তাহের জন্য অন্ধ হয়ে যাবে। র্যাকের যে মর্যাদা রয়েছে এটা কেবল একটি সংগঠনেরই নয়, এটা আমাদেরও মর্যাদা।
র্যাকের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম। এছাড়া র্যাকের পক্ষে সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক বক্তব্য রাখেন। এ সময় দুজনই তাদের বক্তব্যে দুদকের সহযাত্রী হয়ে কাজ করার কথা জানান। পাশাপাশি এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি আলাউদ্দিন আরিফ।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেনের সঞ্চালনায় কমিশনের অন্যান্য মহাপরিচালক, কর্মকর্তার র্যাকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় র্যাকের কার্যনির্বাহী কমিটির উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রফিক উজ্জামান ,যুগ্ম-সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মারুফ কিবরিয়া ,কোষাধক্ষ্য সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকি, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী ,সাংস্কৃতিক সম্পাদক ফজলুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবুল কাশেম, আব্দুল্লাহ আল মামুন, জামিউল আহসান শিপু, মতলু মল্লিক এবং সাইফ বাবলু ।
#