দূরবীণ নিউজ ডেস্ক :
রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন গবেষণা চালানোর ওপর গুরুত্বারোপ করেছেন ।
বৃহস্পতিবার (১৫ মর্চি) বিকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নতুন উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। খবর : ইউএনবি’র ।
রাষ্ট্রপতি বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য গবেষণা খুব গুরুত্বপূর্ণ।’ ভিসি আতাউল তার বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি হামিদ মনোযোগের সাথে তার কথা শোনেন এবং বিইউপির সার্বিক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন। # কাশেম