দূরবীণ নিউজ ডেস্ক :
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১২ জুন)ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯৫তম জন্মদিনে এই শুভেচ্ছা জানানো হয়।
লন্ডনের বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়, ১২ জুন দুটি পৃথক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দ্বিতীয় এলিজাবেথের সুস্বাস্থ্য, সুখ, দীর্ঘায়ু এবং যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের জনগণের শান্তি, উন্নতি এবং কল্যাণ কামনা করেন।
রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, ২০২১-২০২২ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই দেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় ও সম্প্রসারণে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতির সুযোগটি নিতে চাই। এছাড়া দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, গত সাত দশক আপনি আপনার দেশ ও কমনওয়েলথ পরিবারকে যেভাবে আপনার অনুকরণীয় অনুগ্রহ, কর্তব্য ও সেবার মাধ্যমে সেবা করে যাচ্ছেন তার জন্য আমি আপনাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি।
তিনি আরো বলেন, কমনওয়েলথ পরিবারের প্রধান হিসেবে আপনি সবসময় ঐক্য ও সংহতির ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন। এবং বরাবরের মতোই বাংলাদেশের জনগণ তাদের হৃদয়ে সর্বোচ্চ স্নেহ ও প্রশংসার সাথে আপনার মহিমা ধরে রেখেছে।
# সূত্র : ইউএনবি