দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজশাহী বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদান, মালিকানা পরিবর্তন ও নবায়নসহ বিভিন্ন কাজে সেবাগ্রহীতাদের হয়রানি ও ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এই জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে।
দুদক টিম গোপনে এ বিষয়ে অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে অফিসের কর্মকর্তা/কর্মচারীসহ সেবাগ্রহীতাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে।
একজন ভুক্তভোগী অভিযোগ জানান, তিনি বিগত ৬ ছয় বছর যাবৎ একটি মটর সাইকেলের মালিকানা পরিবর্তনের জন্য ঘুরছেন।
বিষয়টি নিষ্পত্তির জন্য বিআরটিএ এর সহকারী পরিচালককে অনুরোধ করা হলে তিনি তাৎক্ষনিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন এবং আগামী ৫ দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। সাধারণ মানুষ দুদকের এমন অভিযানকে স্বাগত জানান এবং দুদকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরীক্ষার ফল টেম্পারিং এবং বেআইনিভাবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর বিক্রি করে শিক্ষার্থীদের ক্লাস না করেই উত্তীর্ণ করানোর অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ আগত অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় হতে আজ এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক তদন্ত করা হয়েছে মর্মে টিম জানতে পারে।
তদন্ত প্রতিবেদনটি প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত চেয়ে জন্য কমিশনের নিকট প্রতিবেদন উপস্থাপন করবে টিম।
এছাড়াও যশোরের শার্শায় কৃষকদের নিকট হতে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগে, কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মবহির্ভূতভাবে আবাসন বরাদ্দের অভিযোগে এবং পেনশনের টাকা প্রদানে ঘুষ দাবি ও অনিয়মের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, যশোর এবং সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। # কাশেম