দূরবীন নিউজ প্রতিবেদক:
আগুনে পুড়েছে রাজধানীর রামপুরার বাগিচারটেক বস্তি। ১৫ ডিসেম্বর দিবাগত রাতে ওই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনে ২৮টি ঘর পুড়েছে।
প্রত্যক্ষ দশিৃরা জানান, রোববার রাত দেড়টার দিকে রামপুরা মহানগর প্রজেক্টের পাশে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে অগ্নি নির্বাপণ বাহিনীর ৬টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে জানান, রবিবার দিবাগত রাত ১টা ২৮ মিনিটের দিকে ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে।
তিনি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই বস্তিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বস্তির ২৮টি টিনের ঘর আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। #