জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম নতুন আঙ্গিকে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে বর্ণাঢ্য কনসার্ট। সন্ধ্যায় কনসার্ট শেষে শুরু হবে আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ড্রোন শো’। ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়েছে। এটি চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।
আজ সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কনসার্টে সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো পরিবেশনার মধ্য দিয়ে বৈশাখী উৎসবকে আরও রঙিন করে তুলবে আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কনসার্টের শুরুতেই পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর গারো ও আরএনআর ব্যান্ড ‘এফ মাইনর’ সংগীত পরিবেশন করে। শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় ‘এসো হে বৈশাখ’ গানটি। একক সংগীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলাম উদ্দিন। রাকিব ও সাগর দেওয়ান পরিবেশন করেন দ্বৈত ও একক সংগীত, আরজ আলী ওস্তাদের সঙ্গে রাকিব পরিবেশন করেন আরও দুটি দ্বৈত গান।
আতিয়া আনিশা পরিবেশন করবেন ‘চলো নীরালায়’সহ তিনটি একক সংগীত, আহমেদ হাসান সানি গেয়েছেন ‘মাঝে মাঝে তুমি এলে’, ‘মানুষ কেন এরকম’ ও ‘গল্প না’। শেষে ‘জুলাই আন্দোলন’সহ তিনটি গান পরিবেশন করবেন পারশা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে মঞ্চ মাতাবেন অ্যাশেজ ব্যান্ড।
কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণ-তরূণীসহ নানা বয়সের মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উৎযাপন করছেন। কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচেপড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা কারও হাতে বাঁশি, কেউবা মাথায় রঙিন ফিতা বেঁধে বন্ধুদের সঙ্গে তালে তালে গাইছে গান।।
কাশেম