দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীর বনানীর পাগলা বাবুর্চি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাদ্যপণ্যে অনিবন্ধিত ও লেবেলবিহীন মোড়ক ব্যবহার করার অভিযোগে এই জরিমান করা হয়েছে।
আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মীর মাসুম আলী,নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুস সালাম মৃধা, আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মীর মাসুম আলী।
ছবিতে -নিরাপদ খাদ্য পরিদর্শক , মীর মাসুম আলী , বিট লবন পরীক্ষা করছেন
অভিযানে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সম্বলিত পোস্টার বিলি করা হয়।
#