নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত এখন আর নানা শ্রেণিপেশার মানুষের চলাচলের জন্য উপযোগি নেই। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা-কমী, প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী এবংপুলিশের কিছু অসৎ সদস্যের বিরুদ্ধে টাকার বিনিময়ে নগরীর ফুটপাতে অবৈধভাবে হকারদের দোকান বসিয়ে ব্যবসার সুযোগ দিয়েছেন।
বর্তমানে নগরীর ফুটপাতের ওপর অস্থায়ী দোকানগুলো যেনো স্থায়ী মার্কেটকে পরিনত হয়েছে। ফলে ফুটপাত এখন আর নগরবাসীর হাটার কোন সুযোগ নেই বললেই চলে।এই ধরনের অভিযোগ দীর্ঘদিনের।
অবশেষে রিট আবেদনের প্রেক্ষিতে নগরীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রির সঙ্গে জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ১৩ মে অর্থাৎ ১৫ দিনের মধ্যে ফুটপাত বিক্রি ও অবৈধ দখলকারীদের সঙ্গে জড়িতদের তালিকা ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনকে জানানোর জন্য নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২৯ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।