দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কেমিক্যাল, হাইলি এক্সপ্লোসিভ পদার্থ, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপদজ্জনক পদার্থ উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। একই সাথে এসব বিস্ফোরক দ্রব্যের মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৩ এর কর্মকর্তারা।
সোমবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ গণমাধ্যমকে এই তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানায়, যে র্যাব প্রতিষ্ঠা লগ্ন হতে জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মানবপাচারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করে দেশ ও সমাজের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বল হয়, র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন হাটখোলা রোড, আবাসিক ভবন (২৭ রাসেল সেন্টার), এর নিচ তলায় ইয়াছিন সাইন্টিফিক স্টোর এবং যমুনা সাইন্টিফিক স্টোর এর ভিতর লাইসেন্স বিহীন বিপুল পরিমান কেমিক্যাল, হাইলি এক্সপ্লোসিভ পদার্থ, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত টুলুইন নামক একটি বিশেষ পদার্থ গুদামজাত করে রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল ১৭ আগস্ট ২০২০ তারিখ ১২০০ ঘটিকা হতে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে, অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমান ইথানল, আইসোপ্রোপাইল এ্যালকোহল, সালফিউরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোফ্লোরিক এসিড, ফরসিক এসিড, হাইড্রো ক্লোরিক এসিড, ড্রাই মিথাইল সালদো, মিথানল এবং টুলুইন জব্দ করে।
র্যাবের অভিযানে জব্দকৃত আলামতসহ ইয়াছিন সাইন্টিফিক স্টোরের মালিক ১) মোঃ আব্দুস ছালাম (৬২), ১৮ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ঢাকা-১২০৩, ম্যানেজার ।
২) নুর হোসেন (৬৫), পিতা-মৃত আঃ জলিল, সাং-মোহাম্মদপুর, থানা-পশুরাম, জেলা-ফেনী, বর্তমানে বাসা নং-২৪ জোড়া গলি, মানিক নগর, মুগদা, ডিএমপি, ঢাকা এবং কর্মচারী।
৩) শাহীন (৩২), পিতা-আঃ আজিজ মেম্বার, সাং-বিষ্ণুদী, থানা-আড়াই হাজার, জেলা-নারায়ণগঞ্জ, বর্তমানে ২১ কেএম দাস লেন, সূত্রাপুর, ডিএমপি, ঢাকাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিসিআইসি এবং নারকোটিক্স এর কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ লাইসেন্স বিহীনভাবে এইসব অবৈধ কেমিক্যাল, হাইলি এক্সপ্লোসিভ পদার্থ, দাহ্য পদার্থ এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিপদজ্জনক পদার্থ গুদামজাত করে আসছে। এই সকল পদার্থ অত্যন্ত বিপদজ্জনক যা যেকোন মূহুর্তে আবাসিক এলাকায় যেকোন দুর্ঘটনা ঘটাতে পারে যা জানমালের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। # পেস্র বিজ্ঞপ্তি ।