দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনাভাইরাসের হিংস্রতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন এলাকায় রেড জোন উল্লেখ করে পুনরায় লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরমধ্যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়টিও রয়েছে। তবে ওই এলাকায় লকডাউন পিছিয়ে গেছে।
এদিকে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে লকডাউন থাকলেও এ মূহুর্তে লকডাউন বাস্তবায়ন হচ্ছে না। গণমাধ্যমকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন ।
জানা গেছে, নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিদ্ধান্তে গতকাল ওই এলাকায় মাইকিং করে আজ থেকেই লকডাউন হবে বলে ঘোষণা দেওয়া হয়। আকস্মিক এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।
এ পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হলো, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।
১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনার সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত হয়।
এরই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে ঢাকার পূর্ব রাজাবাজারে ৯ জুন দিবাগত রাত থেকে লকডাউন চলছে। এখন লকডাউনের জন্য সুর্নিদিষ্টভাবে ঢাকার অন্য এলাকা চিহ্নিত করার কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গতকাল বুধবার পর্যন্ত তা সুর্নিদিষ্ট হয়নি। # কাশেম