দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৪ জুন) মধ্যরাতে র্যাব অভিযান চালিয়ে রক কিং নামের কিশোর গ্যাংয়ের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ জুন) দুপুরে র্যাব সদরদফতরের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রক কিং গ্যাংয়ের প্রধান সৈকত। তার নেতৃত্বেই কিশোর গ্যাংয়ের সদস্যরা শনির আখড়া এলাকায় তৎপরতা চালিয়ে আসছিল।
র্যাব সূত্র জানায়, কিছুদিন আগে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকারের পেছনে পেছনে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। একপ র্যাবের মোটরসাইকেলটি থেকে অনবরত হর্ন দেয়া হচ্ছিল।
পরে প্রাইভেটকারের সামনে এসে আরোহীদের হেনস্তা করেন ওই মোটরসাইকেলে থাকা তিনজনসহ আরও কিছু যুবক। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মূলত সেই ঘটনার জেরে র্যাব-৩ তদন্ত শুরু করে।
কিশোর গ্যাংয়ের গ্রেফতার সদস্যরা শনিরআখড়া এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি র্যাবের। গ্রেফতার পাঁচজনকে র্যাব-৩-এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র্যাব সূত্র জানিয়েছ।
#