দূরবীণ নিউজ ডেস্ক:
রংপুরে লকডাউনে গণপরিবহন না থাকায় শ্রমিকরা বাড়ি ফিরতে উঠে ছিলেন পেঁয়াজ বোঝাই ট্রাকে। সেই ট্রাক উল্টে প্রাণ গেছে দুই সহদরসহ তিন শ্রমিকের। আহত হয়েছেন ১৪ জন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রংপুরের মিঠাপুকুরে এই দুর্ঘটানা ঘটে।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক মিঠাপুকুর উপজেলা সদরে পৌছালে নির্মাণাধীন সিক্সলেনের কাঁচা রাস্তায় নেমে যায়। সেটিকে পাকা রাস্তায় তুলতে গেলে সেখানেই উল্টে যায় ট্রাকটি।
ট্রাকটি পেঁয়াজ বোঝাই থাকলেও তাতেই প্রায় ১৫ জন ধানকাটা শ্রমিক বগুড়া থেকে রওয়ানা দিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি উল্টেগেলে ৬ যাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে। অন্যরা রাস্তায় ছিটকে যায়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ১৪ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন জন। নিহতদের মধ্যে শহিদ আলী ও রফিকুল ইসলাম পরস্পর আপন ভাই। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের পুত্র।
এছাড়াও এ ঘটনায় আহত মোস্তফা, বাবু ও কালাম মিয়ার বাড়িও একই গ্রামে। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক।#