দূরবীণ নিউজ প্রতিনিধি :
যমুনা ব্যাংক বগুড়া শাখার ম্যানেজার সওগাত আরমানের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের মামলায় জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৭ জুলাই) হাইকোর্টের বিচারপতি মো. মুস্তাফিজুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত দ্বৈত বে এ আদেশ দেন।
আদালতে আজ জামিন আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন মো. মুজাহিদুল ইসলাম শাহীন। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী গণমাধ্যমকে বলেন, ১২ কোটি ১৬ টাকা আত্মসাতের মামলায় আসামি সওগাত আরমানকে জামিন দেননি হাইকোর্ট। জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। মামলা থেকে জানা যায়, সওগাত আরমান যমুনা ব্যাংক বগুড়া শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালে বিভিন্ন সময়ে জালিয়াতির মাধ্যমে অন্যের অ্যাকাউন্টে ১২ কোটি ১৬ লাখ টাকা স্থানান্তর করেন।
পরে সেই টাকা নিজের অ্যাকাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করেন। এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সওগাত আরমানের নামে মামলা দায়ের করেন। ২০২০ সালের ২৯ জুলাই দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেন। #