দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশনায় রাস্তায় ময়লা ফেলার অপরাধে দক্ষিণখান কাঁচা বাজার এলাকায় ‘একুশে জুয়েলার্স’ নামক একটি দোকান তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রাখায় ওইসব মালামাল ৫ টন রড নগদ ১ লাখ ৭৫ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫মে ) দুপুরে ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা, দক্ষিণখান ও আব্দুল্লাহপুর এলাকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শনকালে এই নির্দেশনা দেন।
মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে ৭ নম্বর অঞ্চলের ৪৮ নং ওয়ার্ডের নগরবাড়ি এলাকায় অবৈধভাবে রাস্তায় এবং ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখায় প্রকাশ্য নিলামের মাধ্যমে আনুমানিক ৫ টন রড নগদ ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
ডিএনসিসি মেয়রের নির্দেশনায় একই ওয়ার্ডের মধুবাগ এলাকায় রাস্তার উপরে অবৈধভাবে নির্মিত সিমেন্টের পিলার বুলডোজার দিয়ে ভেঙে সরিয়ে দেয়া হয়। পরিদর্শনকালে মোঃ আতিকুল ইসলাম অত্র এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন
তিনি নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করেন এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।