দূরবীণ নিউজ প্রতিবেদক :
আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষাণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম । খবর বাসস।
তিনি বলেন, ‘নির্দিষ্ট জায়গায় অনেকে বর্জ্য রাখেন না। এই কোরবানি তিন দিনের জন্য। আজকে যে সকল পশু কোরবানি দেওয়া হবে, আমরা ২৪ ঘন্টার মধ্যে তার বর্জ্য অবশ্যই অপসারণ করব। আবার কাল, পরশুও অনেকে কোরবানি দিবেন। সেগুলো পরিস্কার করতে আর ২৪ ঘন্টা লাগবে না, তার আগেই অপসারণ করা হবে।’
মেয়র শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ২টায় ভাটারা সাইদ নগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনারা বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি তুলে ধরুন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে।’
নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি নগরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যারা কোরবানি দিচ্ছেন, কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট ব্যাগে রেখে দিন, ডিএনসিসির পরিছন্নতা কর্মীগণ তা সংগ্রহ করবে। আমরা যদি সুনাগরিক হই, তাহলে শহরটা কিন্তু পরিষ্কার থাকে। একদিকে করোনা, আরেকদিকে ডেঙ্গুর চ্যালেঞ্জ।’
মেয়র জানান, ১১টি ওয়াটার বাউজারের মাধ্যমে ব্লিচিং পাউডার ও তরল জীবানুনাশক ছিটানো শুরু করা হবে। একটি অ্যাপস তৈরি করে ডিএনসিসির ওয়েবসাইট ও ফেসবুক পেজে দেয়া হয়েছে। এটি ডাউনলোড করে ওপেন করে বর্জ্যরে ছবি জমা দেয়া হলে আমরা তাৎক্ষণিকভাবে জানতে পারবো কোথায় বর্জ্য রয়ে গেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেব।
তিনি বলেন, ‘আমাদের কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা আছে । সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে। কাউন্সিলরগণও মাঠে আছে। এই শহরে আমরা থাকি, আমাদের সন্তানরা থাকে, আমাদের আত্মীয় স্বজনরা থাকে, আমরা যেন এ শহরকে সুন্দর রাখি। নগরবাসীকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন।’
বর্জ্য অপসারণ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়–য়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন। # কাশেম