নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বনানীতে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন ইত্যাদি অপসারণ কার্যক্রমে নেতৃত্বে রয়েছেন।
শুক্রবার ( ১৮ সেপ্টেম্বর) সাড়ে ১০ টার পর মেয়র বনানী ১১ নম্বর সড়কে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন ইত্যাদি অপসারণ কার্যক্রম পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
শুক্রবারের এই উচ্ছেদ অভিযানে ছিলেন অঞ্চল-৭ এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।
আজকের উচ্ছেদ অভিযানে প্রায় পঞ্চাশটি অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়। পরে এই সকল বিলবোর্ড সাইনবোর্ড ৪০ হাজার টাকায় নিলামে বিক্রয় করা হয়। আর এই অভিযান চলে টানা দুপুর পর্যন্ত।
মেয়র ব্যবসায়ীদের উদ্দেশে আবেদনময়ী বক্তব্য রেখে যাচ্ছেন। তিনি বলেছেন, আইন এবং নীতিমালার বাইরে এ শহরে কেউ কিছু করতে পারবেন না। এমনকি অবৈধভাবে কিছুর করার চেষ্টা থেকে বিরত থাকুন।
মেয়র ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সিটি কর্পোরেশনের আইন ও নীতিমালা মেনে ব্যবসা করুন । কিন্তু অনেকে আইন ও নীতিমালাকে তোয়াক্কা না করে, ইচ্ছে মত সাইনবোর্ড, শপ সাইন, এলইডি সাইন লাগাচ্ছেন। যারফলে ডিএনসিসির পক্ষ থেকে ওইসব অবৈধ সাইনবোর্ড, শপ সাইন, এলইডি সাইন অপসারণে মোবাইকোর্ট পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, আপনি যখন ট্রেড লাইসেন্স নিয়েছেন, সেখানে সাইনবোর্ডের মাপও উল্লেখ করা হয়েছে। ৩ ফুট বাই ৪ ফুট সাইনবোর্ডের অনুমোদন নিয়ে যদি ৩০ ফুট বাই ৪০ ফুট সাইনবোর্ড তৈরি করেন, সেখানে যদি এলইডি লাইট লাগানো হয়, সেটা অবৈধ। এভাবে আইন অমান্য করে ঢাকা শহরে আপনারা ব্যবসা করতে পারবেন না।
মেয়র আতিকুল ইসলাম আরো বলেন, আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের বিরাট একটি সাইনবোর্ড একটু আগে উঠিয়ে দিয়েছি। বাচ্চারা যখন জানবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানটি অবৈধভাবে সাইনবোর্ড লাগিয়েছে তারা কী শিক্ষা পাবে? এই যে ক্লিনিকটি অবৈধভাবে রাস্তার উপর সাইনবোর্ড লাগিয়েছে, তারা কী চিকিৎসা দিবে? এভাবে সাইনবোর্ড লাগানোর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আকাশ দেখা যায় না।
অবৈধভাবে সাইনবোর্ড যারা লাগান, তারা নিজেদের অনেক ক্ষমতার অধিকারী বলে মনে করেন। উনারা ব্যবসা করছেন, উনারা পয়সা বানাচ্ছেন। তবে অবৈধ কোন ধরনের সাইনবোর্ড শহরে থাকতে পারবে না। # প্রেস বিজ্ঞপ্তি