দূরবীণ নিউজ ডেস্ক :
মেক্সিকোর মাঝ সমুদ্রে নীল রঙের পানিতে ঢেউদাউ দাউ করে জ্বলছে আগুন। ওই আগুন, অবাক-করা ভিডিও টুইটারে শেয়ার হতেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি।
শুক্রবার (২ জুলাই) সকালে মেক্সিকোর উপসাগরের মাঝে আগুন লেগেছিল। ইউকাটান উপদ্বীপ এলাকার খুব কাছের সমুদ্রেই এই আগুন দেখতে পান স্থানীয়রা। তারপর খবর ছড়িয়ে পড়তেই ছোট ছোট জাহাজে করে লোক নেমে আগুন নেভানোর চেষ্টা করেন।
জাহাজ নামিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয়েছে তারপরেই। প্রায় টানা পাঁচ ঘণ্টার চেষ্টার পর সেই আগুন নেভানো সম্ভব হয়েছে। এই ঘটনায় কোনো ক্ষতি হয়নি বলে জানান হয়েছে সংস্থার তরফ থেকে।
তবে কিভাবে লাগল এই আগুন? মেক্সিকোর তেল প্রস্তুতকারী সংস্থা পেমেক্স-এর তরফ থেকে সংবাদমাধ্যমে জানান হয়েছে, সমুদ্রের নিচে বেশকিছু পাইপলাইন রাখা থাকে। যার সাহায্যে দেশের দু’টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে যোগাযোগ রাখা হয়। এই পাইপলাইনের গ্যাস বেরিয়ে গিয়েই সমুদ্রের মঝখানে আগুন লেগেছে। তারপরেই সেটা ছড়িয়ে পড়েছে আশপাশে।
আগুন নেভাতে গিয়ে, কিংবা এই আগুনের কারণে কেউ প্রাণ হারায়নি বলেও ঘোষণা করা হয়েছে। যে প্রকল্পের পাইপলাইনের গ্যাস থেকে আগুন ছড়িয়েছে, সেখানেও উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে পেমেক্স।
গ্যাস কিভাবে লিক করল এবং আগুন ধরল কিভাবে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। মাঝ সমুদ্রের এই ভয়াবহ চিত্র ছড়িয়ে পড়তেই অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এমনও মন্তব্য করেছেন, ‘সত্যিকারের ভিডিও! দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না।’
#সূত্র : আজকাল