দূরবীণ নিউজ ডেস্ক :
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন দুজনেই করোনা পজিটিভ। এই কঠিন সময়ে বাবা-মা’র পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে টি- টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে না খেলে ঢাকায় চলে আসছেন জাতীয় দলের এই তারকা।
বুধবার (১৪ জুলাই) বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান রাইজিংবিডিকে জানান, মুশফিক নিজে আমাদের ফোন করে জানিয়েছে তার বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত।
বিসিবির অনুমতি নিয়ে দেশে ফিরে আসছেন তিনি। শিগগিরই হারারে থেকে মুশফিক দেশে ফেরার ফ্লাইট ধরবে। বগুড়া থেকে মুশফিকের বাবা-মা দুজনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে উন্নততর চিকিৎসার জন্য।
মুশফিকের রিপ্লেসমেন্ট হিসেবে ঢাকা থেকে নতুন কোন ক্রিকেটার জিম্বাবুয়েতে পাঠানো হবে কিনা- সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।
জিম্বাবুয়েতে ক্রিকেট দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।#