দূরবীণ নিউজ প্রতিবেদক:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানার চর পানিয়া এলাকায়, ক্রয় করা এবং ওয়ারিশ সূত্রে পাওয়া মালিকানা জমি অবৈধভাবে দখলের চেষ্টা এবং হত্যার হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত সোহাব উদ্দিন (কর্পোরেল) ও তার ভাই আব্দুর রশিদ ওই এলাকার চিহ্নিত অবৈধ দখলদের হাত থেকে জমি রক্ষা ও অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ চেয়েছেন।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়,অভিযুক্তরা হলেন; আবুল হোসেন, জাকির হোসেন , আওলাদ হোসেন- সর্ব পিতা- মৃত আব্দুর রাজ্জাক এবং মহিউদ্দিন- পিতা-আমির হোসেন, সর্ব সাং- চরপানিয়া, সর্ব থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষতিগ্রস্তরাএই আবেদন জানিয়েছেন।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়,পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেনের সহযোগিতায় ৮/৯ মাস পূর্বে একই এলাকার আবুল হোসেন, জাকির হোসেন ও আওলাদ হোসেন ওই সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়ঁতারা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ ডিসেম্বর বিকালে জোরপূর্বক দখলের চেষ্টা করে। তাদের বাধা দিলে জমির প্রকৃত মালিকদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া শুরু করে এবং ভয়-ভীতি দেখায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি করি করা হয় (জিডি নং-৪৪৮) এরপর তারা আরো বেপরোয়া হয়ে উঠেন এবং জমিটি দখলে নিয়ে নেয়। এঘটনায় মুন্সিগঞ্জ আদালতে মামলা করা হয়। (মামলা নং-৫৮৪)।
লিখিত বক্তবে বলা হয়, মুন্সীঞ্জ জেলার সিরাজদিখানের চর পানিয়া জেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া মৌজার আরএস খতিয়ান নং-০৩, আরএস ২৬৯/২৭২, ৬০৯ দাগের ৪২১ শতাংশ কাতে ১৯৬ শতাংশ জমি ১৯৭৮ সালে খরিদ করি, খরিদ সূত্রে ওয়ারিস মালিক হয়ে দীর্ঘ দিনযাবত ভোগ দখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই সব কিছুর পেছনের কাজ করছেন পিবিআইয়ের ইন্সপেক্টর আওলাদ হোসেন। শুধু তাই নয় এই পিবিআই এর কর্মকর্তা গ্রামে গিয়ে বলেন, কেউ তার কিছুই করতে পারবেন না। তিনি গ্রামের কারো বিচার শালিশ মানবেন না। তিনি একাই একশ। এমতা অবস্থায় পিবিআইয়ের ইন্সপেক্টর এবং তার সহযোগিদের হাত থেকে জমি উদ্ধারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানান তারা। # একে