দূরবীণ নিউজ ডেস্ক :
পদ্মাসেতুর ১০ নিরাপত্তাকর্মীকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মো: জুলহাস হাওলাদার (৩৫) নামের এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার পদ্মাসেতু-সংলগ্ন মাওয়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- মো: সেলিম, মো: রাব্বি, তপু মিয়া, আল-আমিন হোসেন, আরিফ হোসেন, আব্দুল মান্নান ও ইসরাফিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তারা। তারা সবাই পদ্মাসেতু প্রকল্পের নিরাপত্তাকর্মী বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে জুলহাসকে পদ্মাসেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে রড দিয়ে বেদম পেটায়। এতে গুরুতর আহত হন জুলহাস। পরে জুলহাসের স্বজনরা খবর পেয়ে গিয়ে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজাউল হক জানান, সকাল ৯টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই পদ্মাসেতু প্রকল্পের নিরাপত্তাকর্মী। আটক ব্যক্তিদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, জুলহাসকে চোর সন্দেহে তারা পিটিয়েছেন। তবে নিহতের স্বজনরা দাবি করছেন, পূর্ব শত্রুতার জের ধরে জুলহাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।#