দূরবীন নিউজ প্রতিবেদক :
মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ বনানী শাখার সাবেক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও সেন্টার ম্যানেজার জাহিদ সারোয়ার এবং তার স্ত্রী ফারহানা হাবিবের বিরৃদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মোঃ শফিউল্লাহ্ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দন্ড বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়ে দায়ের করেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, আসামিগণ পরস্পর যোগসাজশে প্রিভিলেজ গ্রাহক ফেরদৌসী জামান মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ, বনানী শাখার হিসাব নম্বর ০০৩৪-০৪৩০০০২৬৫০ হতে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করেন । অপরাধের সময়টা হচ্ছে ২০১৬ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৮ সালের ১৯ অক্টোবর পর্যন্ত।
আসামিরা ওই জাল স্বাক্ষরের মাধ্যমে এসএমএস মোবাইল ব্যাংকিং এর জন্য গ্রাহকের মোবাইল নম্বর পরিবর্তন করে নিজের একটি নম্বর পরিবর্তিত নম্বর হিসেবে ব্যবহার করেন । হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করে ৪টি চেক বই সংগ্রহ করেন । কিন্তু হিসাবধারী ফেরদৌসী জামানকে ৩ টি চেক বই না দিয়ে নিজে রেখে দেন। পরে ওই ৩টি চেক বইয়ের ৬০টি চেকের পাতায় হিসাবধারী ফেরদৌসী জামানের স্বাক্ষর জাল করেন।
এমনকি ১৬টি চেকে গ্রাহকের বেয়ারার মোঃ ইশতিয়াক হোসেন তালুকদারের স্বাক্ষর জাল করে ৪ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা আত্মসাত করেন। তারা আত্মসাতকৃত টাকা থেকে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা ব্র্যাক ব্যংক লিঃ, এর বসুন্ধরা শাখার তার স্ত্রী ফারহানা হাবিবের মালিকানাধীন আশা ক্রিয়েশন নামীয় হিসাব নম্বর ১৫২১২০২৬৫১৩৯৬০০১ এ জমা করেন।
ফারহানা হাবিব তার স্বামী জাহিদ সারোয়ারের অবৈধভাবে উপার্জিত টাকা তার মালিকানাধীন আশা ক্রিয়েশন নামীয় হিসাবে জমা দেয়ার সহযোগিতা করে ও উক্ত জমাকৃত টাকা উত্তোলন করে আত্মসাত করেন। যা অর্থ / টাকা পাচারের অপরাধ করেছেন। আর এই অপরাধে তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/৪২০ /৪৬৭/ ৪৬৮/ ৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন। #