দূরবীণ নিউজ ডেস্ক :
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুর ২৯ হাজার মার্কিন ডলার বেতন দিতেন সাইবার টিমকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে যে কোনো সমালোচনা ঠেকাতে এবং ভাবমূর্তি রক্ষার জন্য তিনি এই অর্থ ব্যয় করতেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) রোসমাহ প্রাক্তন এক সহকারী বুধবার কুয়ালালামপুরের একটি আদালতে দেওয়া সাক্ষ্যে এ তথ্য জানিয়েছেন।
দাতুক রিজাল মানসুর বলেন, ‘এই টিমটি দাতিন সিরি রোসমাহর বিরুদ্ধে সবধরনের কুৎসা, বিবৃতি ও অভিযোগের ব্যাখ্যা জনগণের কাছে উপস্থানের দায়িত্বে ছিল।’
তিনি বলেন, ‘দাতিন সিরি রোসমাহ নিজেই সাইবার টিমের সদস্যদের পরিচালনার অর্থ সরবরাহ করতেন। টিমকে অর্থায়নের জন্য তিনি প্রতিমাসে আমাকে এক লাখ রিঙ্গিত (২৯ হাজার মার্কিন ডলার) নগদ দিতেন।’
রিজাল জানান, তার প্রধান দায়িত্ব ছিল রোসমাহর ভাবমূর্তি ও সম্মান রক্ষা করা। কারণ প্রধানমন্ত্রীর স্ত্রী জনগণের সতর্ক নজরদারিতে থাকতেন।
২০১৮ সালে নির্বাচনে নাজিবের পরাজয়ের তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৭ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ, সোনার অলঙ্কারসহ বিপুল বিলাসদ্রব্য জব্দ করা হয়। নাজিব রাজাক দাবি করেছিলেন, এসব জিনিস তার স্ত্রী ও কন্যা বিভিন্ন সময় উপহার হিসেবে পেয়েছেন।
রোসমাহর বিরুদ্ধে মানি লন্ডারিং ও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে। জিপাক হোল্ডিং নামের একটি প্রতিষ্ঠানকে ১২৫ কোটি রিঙ্গিতের একটি সোলার হাইব্রিড প্রকল্পের কাজ বাগিয়ে দিতে ৬৫ লাখ রিঙ্গিত উৎকোচ গ্রহণের অভিযোগে পৃথক মামলাও করা হয়েছে তার বিরুদ্ধে। # কাশেম