দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ৮০০ জন দিন এনে দিন খাওয়া হতদরিদ্র, দিনমজুর রিকশা চালকদের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেন।
ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি আরো জানান, মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে হাইকোর্ট মাজারের সামনে মেয়র সাঈদ কোকনের কাধ্য সামগ্রী বিতরণকালে ডিএনসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
মেয়র সাঈদ খোকন সম্মানিত নগরবাসীদের বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর আহবান জানিয়ে বলেন এ সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সবাইকে সামাজিক দুরুত্ব বজায় রাখা এবং এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ।একইসাথে হতদরিদ্রদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন। # কাশেম