রফিকুল ইসলাম (এহসান), দূরবীণ নিউজ:
চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন মাওলানা নুরুল বাশার (জালাল)। তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজিগঞ্জে এবং তিনি মিরপুর ১০ নম্বরের ভোটার।
২০১৪ইং সালে প্রথমবারের মতো তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তিনি ছয়মাস বিছানায় শয্যাশায়ী থেকে সাধ্যমতো চিকিৎসা গ্রহণ করেন। এরপর সুস্থ ও অসুস্থতার মধ্যে দিন চলতে থাকে তার।
২০১৭ইং সালে একইসাথে চিকুনগুনিয়া ও টাইফয়েডে আক্রান্ত হলে তার শরীর অনেকটাই ভেঙ্গে যায়। বেচেঁ থাকতে এখন তার মিনিমাম ট্রিটমেন্ট জরুরী হয়ে পড়েছে। তাই মাওলানা জালাল তার চিকিৎসার জন্য সরকারের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য যে, মাওলানা নুরুল বাশার চার সন্তানের জনক। তার ছেলে-মেয়েরা সবাই অন্যয়নরত। তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় সংসারের হাল ধরার আর কেউই নেই। এছাড়া অনেক টাকা বাসা ভাড়া হওয়ায় বাসা ছেড়ে দিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন তিনি রীতিমতো বাস্তুহারায় পরিণত হয়েছেন।
বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে ১৯৮৮ সালে মাওলানা নুরুল বাশার জালাল হাদিসে কামেল পাশ করেন। তিনি টুকটাক লেখালেখির সাথে জড়িত আছেন। এ পর্যন্তু তার পাঁচটি বই বেরিয়েছে। সর্বপ্রথম ২০০৪ সালে তার একটি কবিতার বই বইমেলায় বের হয়।
এরপর ২০১৪ সালে দুটি ছড়ার বইসহ আরো একটি কবিতার বই বের হয়। শুরুর দিকে ২০১০ সালে তার একটি ধর্মীয় সংগীত তথা গজলের বই প্রকাশ পায়।কবি সংসদ সাহিত্য পুরস্কার লাভ করেন মাওলানা জালাল।
এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি সরকারসহ সমাজের বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের বিনীত অনুরোধ রেখেছেন।
মাওলানা জালাল, মোবাইল নং- ০১৭১৯-৬৭৭২৯৯ । / কাশেম