দূরবীণ নিউজ প্রতিবেদক:
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্রসমাজের সেক্রেটারি মাওলানা ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৩ এপ্রিল) মাওলানা ইহতেশামুল হক সাখীকে আদালতে হাজির করে পুলিশ ২০১৩ সালে সহিংসতার অভিযোগে পল্টন থানায় দায়ের করা এক মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে ইহতেশামুল হক সাখীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় মামলা করা হয়।#