দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার প্রতি সম্মান দেখিয়ে সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) কোনো বিচার কাজ থেকে বিরত রয়েছেন। এ কারণে আজ বসছে না আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে মারা যান আবদুল মতিন খসরু।
গত ১৬ মার্চ থেকে তিনি সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন। ১৩ এপ্রিল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজা শেষে তার মরদেহ কুমিল্লায় নেয়া হচ্ছে। সেখানে বাদ জোহর বুড়িচং উপজেলায় তৃতীয় জানাজা হবে। এরপর বাদ আসর ব্রাহ্মণপাড়া উপজেলায় চতুর্থ জানাজা এবং স্থানীয় মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চম জানাজা হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আবদুল মতিন খসরুর পাঁচটি জানাজা শেষে ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আব্দুল মতিন খসরু ২০২১-২২ মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। হাসপাতাল থেকেই গত ১২ এপ্রিল ভার্চুয়ালি তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৬-২০০১ সালে আইনমন্ত্রী থাকার সময় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কালো আইন ইনডেমনিটি বাতিল ও লিগ্যাল এইড আইন প্রণয়ণ করা। আব্দুল মতিন খসরুর সময়ে সরকারের সবচেয়ে সফল কাজটি ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ।
এই অধ্যাদেশ বাতিল করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করেন তিনি। এছাড়াও আইন অঙ্গনের গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন।#