দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর মগবাজারে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ না করে পণ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (১১ মে) ঢাকা মহানগরীর মগবাজার এলাকায় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
জানা গেছে, বিএসটিআইয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় আজ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
অভিযানে হোম প্লাস ডিস্ট্রিবিউশনকে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে টুথপেস্টে, বেবিলোশন, বেবিসোপ, শ্যাম্পু, স্কিন ক্রিম, সেফটি রেজার পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করায় আদালত ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার (সিএম) রেবেকা সুলতানা ও খালেদ হোসেন উপস্থিত ছিলেন। পরে রেবেকা সুলতানা উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করেন।#