দূরবীণ নিউজ প্রতিবেদক :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষিকা রওশন আরা রহমানের ২১ এপ্রিল (মঙ্গলবার) নবম মৃত্যুবার্ষিকী।
পরিবারের পক্ষ থেকে তার একমাত্র কন্যা কুমিল্লা বার্ডের উপ পরিচালক কাজী সোনিয়া রহমান তার ‘মা’ মরহুমা রওশন আরা রহমানের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
আজ থেকে নয় বছর আগে এ দিনে এক মর্মান্তিক দূর্ঘটনায় কুমিল্লা শহরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন রওশন আরা রহমান। তার পরিবারে এখন রযেছেন তার স্বামী প্রফেসর কাজী সফিকুর রহমান, দুই পূত্র, এক কন্যা ও নাতনি। এছাড়াও রয়েছেন তার দুই বোন এবং এক ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন।
রওশন আরা রহমান তার অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন বিভাগে অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন।
রওশন আরা রহমান কুমিল্লা বিএমএ’এর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ আতাউর রহমান জসিমের শাশুড়ী।
এদিকে অনলাইন নিউজ পোটাল ‘ দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম ‘ পরিবারের পক্ষ থেকে শিক্ষিকা মরহুমা রওশন আরা রহমানের বিদেহী আত্মারা শান্তি কামানা করা হচ্ছে। # কাশেম