দূরবীণ নিউজ প্রতিবেদক :
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) । ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক অাসাদুজ্জামান বিকুর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ক্র্যাব সদস্যদের অনেকে উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের এই দিনে পাকিস্তানি শাসকের বুলেটে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ ; ওই রক্তের দামেই এসেছিলো বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি । এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে।