দূরবীন নিউজ প্রতিবেদক :
সদ্য প্রয়াত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) ধানমন্ডিস্থ প্যারাগন ট্ওায়ারে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ ও হৃদয় ৮ ফাল্গুন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। সিরাজী তার বক্তব্যে বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাভাষা থাকবে ততদিন বেচেঁ থাকবেন ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু।
মহান ভাষা আন্দোলনে তার অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বাংলা একাডেমী তার রচিত বই ও জীবনী গ্রন্থ প্রকাশে সকল ব্যবস্থা দ্রুততম সময়ে গ্রহন করবে।
রওশন আরা বাচ্চুর কণ্যা তাহমিনা খাতুনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন ভাষা মতিনের স্ত্রী বেগম গুলবদন্নেছা মনিকা মতিন, সরকারের অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী, ডা. এম এ মুক্তাদীর, হাফিজুর রহমান কবির, ফরিদা মনি শহীদুল্লাহ, এডভোকেট ফেরদৌস আরা, অধ্যক্ষ সালমা আহমেদ হীরা, এডভোকেট লুৎফুল আহসান বাবু, হাসানুল বান্না, রাসেল আহমেদ, আলেয়া বেগম আলো।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ২০১৯ ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু ইন্তেকাল করেন। তিনি ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহন করেন। #