দূরবীণ নিউজ প্রতিবেদন:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ভার্চুয়াল কোটের মাধ্যমে সারদেশে ৫০ হাজারের অধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, বিচার বিভাগে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় তথ্য প্রযুক্তির ব্যবহারে এ সফল পাওয়া গেছে।
আইনমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্টের অনেক সাফল্য পাওয়া গেছে। ভার্চুয়াল কোর্টেকে আরো সাফল্য মন্ডিত করতে গেলে বিচারক ও আইনজীবীদের প্রশিক্ষণ প্রয়োজন।
রোববার (২৭ সেপ্টেম্বর ) মুন্সিগঞ্জে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আট তলা বিশিষ্ট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, আইনমন্ত্রী বলেন, ভার্চুয়াল কোর্টকে আরো সফল করার জন্য প্রধান বিচারপতি গৃহিত পদক্ষেপ বাস্তবায়নে আইসিটি বিভাগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুই হাজার ৮০০ কোটি টাকার ই-জুডিসিয়ারি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টি এখন পরিকল্পনা কমিশনে জমা রয়েছে।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে ৩১ লাখ মামলার জট থাকবে না। গত ১২ বছরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী অনেক সহযোগিতা করেছেন। বিচার বিভাগের চলমান কার্যক্রম বাস্তবায়ন হলে বাংলাদেশে প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ সফল হবে।
মুন্সিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস,আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিন আহমে, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জাকারিয়া মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা। #