দূরবীণ নিউজ ডেস্ক :
আজ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনের ২০ তলায় হঠাৎ জ্বলছে আগুন জ্বলে। ওই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত ছরিয়ে পড়ে। নিরুপায় হয়ে এক ব্যক্তি প্রাণপণে বাঁচার চেষ্টা করছেন। তিনি রেলিং ধরে ঝুলতে দেখা যাচ্ছিল তাকে। বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে গেল ওই ব্যক্তির। ২০ তলা থেকে আছড়ে পড়লেন মাটিতে।
দক্ষিণ মুম্বাইয়ের পারেলের লালবাগ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলে দুপুরে আগুন লাগে। ৬৪ তলার সেই বহুতলের ২০ তলায় আগুন লাগার পর সেই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ২৫ তলা পর্যন্ত। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছিলেন। তাকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ তিওয়ারি (৩০)।
বহুতল ভবনটিতে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে কী থেকে আগুন লাগল তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ২০ তলার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অন্য তলায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমেছে।
এটি ‘লেভেল ৪’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলেই জানিয়েছে দমকল। বহুতলের নির্মাতা কৈলাস আগরওয়াল জানিয়েছেন, কয়েক দিন আগে বহুতলে অগ্নিনির্বাপনের কাজ হয়েছিল।
# সূত্র : আনন্দবাজার পত্রিকা