দূরবীণ নিউজ ডেস্ক:
ভারতকে হারিয়ে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড । শনিবার (৮ ফেব্রুয়ারি) ভারতকে ২২ রানে হারিয়ে দিয়ে গৌরবের সিরিজ হাতে নিয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৫১ রানে গুঁড়িয়ে যায় অতিথি দল।
শুরুতেই উইকেট হারায় ভারত। দলীয় ৫৭ রানে উইকেট ছাড়া হন তিন টপ অর্ডার ব্যাটসম্যান দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ ও তিনে নামা অধিনায়ক বিরাট কোহলি।
এক পর্যায়ে দেড়শো রান পার হতেই সাত উইকেট হারিয়ে ফেলে ভারত। এমন অবস্থায় অষ্টম উইকেটে ৭৬ রানের কার্যকরী এক জুটি গড়ে আশার প্রদীপ জ্বেলে রাখেন জাদেজা ও নবদিপ।
দলীয় ২২৯ রানে নবদিপ (৪৫) উইকেট ছাড়া হলে শেষ হয়ে যায় আশা। একা পেরে ওঠেননি জাদেজা (৫৫)।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হামিশ বেনেট, টিম সাউথি, অভিষিক্ত কাইল জেমিয়েসন ও কলিন ডি গ্র্যান্ডহোম।
এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৩ রান করে টসে হারা নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৭৯ রান করেন ওপেনার মার্টিন গাপটিল।
সর্বোচ্চ ৭৩ রান করেন চারে নামা ব্রেন্ডন টেলর। অন্যদের মধ্যে হেনরি নিকোলস ৪১ ও টেইলএন্ডার কাইল জেমিয়েসন অপরাজিত ২৫ রান করেন।
ভারতের বোলারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর।
অভিষেক ওয়ানডেতেই ম্যাচ সেরা হয়েছেন পেসার কাইল জেমিয়েসন।
হ্যামিল্টনে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড। দল দুটির তৃতীয় ও শেষ ওয়ানডে হবে মাউন্ট মঙ্গানুইয়ে, ১১ ফেব্রুয়ারি। #