দূরবীণ নিউজ প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সাব- রেজিস্ট্রি অফিসের পিয়ন কোটিপতি ইয়াছিনের জামিন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ইতোপূর্বে ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চে ভার্চুয়াল পদ্দতিতে ওই পিয়ন ইয়াছিনের জামিনের আবেদন শুনানি করে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করে ছিলেন। আজ বুধবার পূর্বের জারিকরা রুলটিও ডিসচার্জ করে দিয়েছেন।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মো.মোস্তফা সারোয়ার।
জানা যায়, দুদকের মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাব- রেজিস্ট্রি অফিসের পিয়ন ইয়াছিন মিয়া। তিনি ওই অফিসের নগদে রেজিষ্ট্রেশন ফি, তল্লাশি ফি ও নকলের ফিস বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব ব্যাংকে জমা না দিয়ে ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৫৩৯ টাকা আত্মসাৎ করেছেন।
আর ওই ঘটনাটি তদন্ত করে দুদকের সমন্বিত কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ, এম, আখতারুজ্জামান গত বছরের ১০ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করা হয়।
এদিকে জামিনের জন্য আসামি হাইকোর্টে আবেদন জানান। পরে আসামিকে কেন জামিন প্রদান করা হবে না, এই মর্মে গত ১৬ আগস্ট সরকারের সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে রুল জারি করে ছিলেন আদালত। #