দূরবীণ নিউজ প্রতিবেদক:
ব্যাটারিচালিত অবৈধ রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে সাতটি রিক্সা আটক করে মামলা দায়ের এবং ওই সাত রিক্সা ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৫ অক্টোবর )দুপুরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সালের নেতৃত্বাধীন ধানমন্ডি-২ এবং জিগাতলা এলাকায থেকে ব্যাটারিচালিত এসব রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযানকালে ওই সাতটি রিক্সা আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফায়সাল গণমাধ্যমকে বলেন, ডিএসসিসির মেয়রের নির্দেশনা মোতাবেক ব্যাটারিচালিত এসব রিক্সা ভ্যানক আটক করা হয়। ডিএসসিসির নির্দেশনা অমান্য করে এখনো অনেক অবৈধ যান্ত্রিক বাহন রাস্তায় চলাচল করছে। এতে করে নগরবাসী সমূহ বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। তাই আজ থেকে এসব অবৈধ ব্যাটারিচালিত রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
মঙ্গলবার পুনরায় হাজারীবাগ এলাকায় ব্যাটারিচালিত অবৈধ রিক্সা-ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। # প্রেস বিজ্ঞপ্তি