দূরবীণ নিউজ ডেস্ক :
বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) স্থান পেয়েছে।
গত ২ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ তালিকায় এমনটা জানানো হয়েছে।
সাময়িকীটি ৯৯টি দেশের প্রায় ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে সেরা এক হাজার ৬৬২টি বিশ্ববিদ্যালয়ের নামের তালিকা প্রকাশ করে।
এতে ৮০০ থেকে ১০০০ এর মধ্যে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে এবং বুয়েটের অবস্থান ১২০০ এরপর।
শীর্ষ তিনে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড বিশ্ববিদ্যালয়। এ ছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তানের ১৬টি, ভারতের ৬৩টি, নেপালের একটি এবং শ্রীলঙ্কার দুটি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে।
#