বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি গোপন ভোটে গাজী- গণি পরিষদের সবাই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন সির্বাচিত সবাইকে।
নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন, সহ সভাপতি ৩ জন; এ কে এম মহসিন, ওবায়দুর রহমান শাহীন, মুহাম্মদ খায়রুল বাশার। সহকারী মহাসচিব ৩ জন হলেন,
বাছির জামাল, এহতেশামুল হক শাওন, ড. সাদিকুল ইসলাম স্বপন। কোষাধ্যক্ষ শহীদল ইসলাম. সাংগঠনিক এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক মো. আবু বকর, প্রচার সম্পাদক মো. শাহজাহান সাজু, নির্বাহী ৭ জন সদস্য হলেন, মো. মোদাব্বের হোসেন, শাহীন হাসনাত, ম. হামিদুল হক মানিক, মীর্জা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক বাচ্চু,অর্পনা রায় ও মুহাম্মদ আবু হানিফ।
# একে