বিশেষ প্রতিনিধি,দূরবীণ নিউজ:
করোনায় সুবিধা বঞ্চিত মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির নজরুল ইসলাম খান।
আজ (১৩ জুলাই) মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচিতে নয়া পল্টন, ফকিরেরপুল এলাকার দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
শাহ আবদুল আল বাকীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম ভিপির সঞ্চালনায় এই ত্রাণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলী আজম জালাল, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মমতাজ হোসেন লিপি, শাহজাহান কামাল, মোয়াজ্জেম হোসেন, শাহাবুদ্দিন সাবু, এনামুল হক, সাজ্জাদ হোসেন কায়কোবাদ প্রমূখ উপস্থিত ছিলেন।সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, এই যে অপরিকল্পিত ও সমন্বয়হীন লকডাউন চলছে, সেই লকডাউনে ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে ত্রাণ বা খাদ্য সামগ্রি বিতরণের জন্য জাতীয়তাবাদী নাগরিক সমাজ এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।”
আমরা শুধু এইটুকু বলতে চাই যে, সরকার এই করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা শুরু জনগনের বিপক্ষে নয় তাই নয়, এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা বার বার বলেছি, যারা নিম্ন আয়ের মানুষ, দিন আয় দিন খায় মানুষ তাদেরকে অর্থ ও খাদ্য সামগ্রি দেয়া ছাড়া লকডাউন, কঠোর লকডাউন অথবা কারফিউ কোনটাই কার্য্কর হবে না। সেটাই আজকে প্রমাণিত হয়েছে।”
অবিলম্বে দিন আনে দিন খায় প্রান্তিক মানুষদেরকে এককালীন ১৫ হাজার টাকা দেয়ার জন্য সরকারের প্রতি আবারো দাবি জানান তিনি।
এডিজেড /একে/ দূরবীণ নিউজ