দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (বিআইএফসি) থেকে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের মামলায় বিআইএফসির সাবেক এমডি ইনামুর রহমান ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস সৈয়দ ফাখরি ফয়সলের জামিন আবেদন গ্রহণ করেননি হাইকোর্ট।
উচ্চ আদালত একই সঙ্গে তাদেরকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামি ইনামুর রহমান ও সৈয়দ ফাখরি ফয়সল আগাম জামিনের আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ গ্রহণ করে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।/