বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ :
ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, সরকারের অব্যবস্থাপনায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় বারবার গ্যাস বিস্ফোরণের ঘটনার শত শত মানুষের জীবন ঝরে যাচ্ছে এবং বহু মানুষ পুঙ্গুত্ব বরণ করে নিদারুন কষ্টে জীবন কাটাচ্ছেন।
ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ এসব বিস্ফোরণের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব ভয়াবহ বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানের জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবী জানিয়েছেন।
আজ বৃহস্পিতবার (১ জুলাই) এক যুক্ত বিবৃতিতে ভাসানী অনুসারী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এই দাবী জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় বিস্ফোরণটি কী ভাবে ঘটলো, সে বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য জানা যায়নি। অথচ এই বিস্ফোরনে ৯ জনের মৃত্যু ও বহু সংখ্যক মানুষ মারাত্মক ভাবে আহত হয়েছেন।
নেতৃবৃন্দ হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেছেন , ইতিপূর্বে ২০১০সালে পুরান ঢাকার নিমতলীতে মারাত্মক গ্যাস বিস্ফোরণে মারা গেছেন ১১৯ জন, ২০১৯ সালে ঢাকার চকবাজারে মারা গেছেন ৭৮জন, ২০২০ সালে নারায়নগঞ্জে ৩১ জনসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় গ্যাস বিস্ফোরণে অনেক মানুষ অকালে মারা গেছেন।
নেতৃবৃন্দ বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন দায়িত্বই বহন করছে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগ এসব বিস্ফোরণ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ব্যতিত অন্য কোন জোরালো ভূমিকা পালন করছে না।
/এডিজেড/একে/ দূরবীণ নিউজ