দূরবীণ নিউজ ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ ।
শুক্রবার (২৪ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।
খেলার ধারা ভাষ্য মতে, তামিম ইকবাল ও মোহম্মদ নাঈম শেখের সাবধানী শুরুটা যেন বাংলাদেশের পুরো ইনিংসেই ছায়া ফেললো। রানের গতি বাড়াতে পারলেন না মাহমুদউল্লাহরা। উইকেট হাতে থাকলেও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গড়পড়তা সংগ্রহের মধ্যেই থাকতে হয়েছে অতিথিদের।
দলকে আশাব্যঞ্জক শুরু এনে দেন তামিম-নাঈম জুটি। দলীয় ৭১ রানে থামে এই জুটি। রান আউট হন ৩৪ বলে চার চার ও এক ছক্কায় ৩৯ রান করা তামিম।
দলীয় রান তিন অঙ্কে পৌঁছানোর জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। পনেরোতম ওভারের তৃতীয় বলে লিটন দাস (১২) রান আউট হওয়ার পর চতুর্থ বলে উইকেট ছাড়া হন নাঈম। শাদাব খানের বলে লং-অনে ইফতিখার আহমেদকে ক্যাচ দেওয়ার আগে সর্বোচ্চ ৪৩ রান করেন এই তরুণ ওপেনার। তার ৪১ বলের ইনিংসে রয়েছে তিন চার ও দুই ছক্কা।
১১৯ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া পাকিস্তান পেসার আসাদ রউফের প্রথম শিকারে পরিণত হন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা আফিফ হোসেন (৯)।
নামের প্রতি সুবিচার করতে পারলেন না সৌম্য সরকার। শাহীন শাহ আফ্রিদির করা ঊনিশতম ওভারের পঞ্চম বলে সরাসরি বোল্ড হয়ে ফেরে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২৮।
অধিনায়ক মাহমুদউল্লাহ ১৪ বলে ১৯ ও মোহাম্মদ মিঠুন ৫ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন হারিস রউফ, শাহীন শাহ, ও শাদাব খান। #