দূরবীন নিউজ ডেস্ক :
লাল সবুজের পতাকা বাহি বাংলাদেশ এসএ গেমসের ১৩তম আসরে প্রথম সোনার পদক জিতল । দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন দিপু চাকমা।তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই সাফল্য।
সোমবার (২ ডিসেম্বর) হিমালয় কন্যা নেপালে তায়কোয়ান্দো দো হলে পুরুষ একক পুমসায় ঊর্ধ্ব-২৯ কেজি শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়েছেন দিপু।
এর আগে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পায় বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে ওই দুই স্বর্ণ পদক এনে দেন।
আর ২০০৬ সালে শ্রীলঙ্কায় এ ইভেন্টে প্রথম সোনার পদক এনে দেন মিজানুর রহমান।#