দূরবীণ নিউজ প্রতিবেদক :
সরকারের ২৭ হাজার ৫ শ কেজি চাল আত্মসাতের অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন পল্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । বর্তমানে সরকারি চাল চোর ওই আসামি ইউপি চেয়ারম্যান পল্টু কারাগারে আছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপসহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চত করেছেন দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন পল্টু কর্তৃক ৫৫০ টি জেলে পরিবারের ২০২০ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসের (২ মাস) ভিজিএফ-এর চাল স্থানীয় ট্যাগ অফিসারকে না জানিয়ে মাস্টাররোলে সঠিক বিতরণ দেখালেও উপকারভোগীদের ৮০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
এভাবে তিনি ৫৫০টি পরিবারের (৮০ -৩০) কেজি=৫০*৫৫০= ২৭,৫০০ কেজি চাল যার সরকারি মূল্য ১১,৯৫,৮৬৫.০০ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। # কাশেম