দূরবীণ নিউজ ডেস্ক :
শীতকালে মারাত্মক বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় কমপক্ষে ১৬ জন মারা গেছেন। সেই সাথে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত এবং একটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।
খবর ইউএনবির।
সংস্থার মুখপাত্র আগুস উইবুউ বলেন, বর্ষার বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির ফলে জাকার্তার পাশের বোগোড় ও দিপোক জেলার কমপক্ষে ১৬৯টি এলাকা ডুবে গেছে এবং ভূমিধস দেখা দিয়েছে।
সংস্থার প্রকাশ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, কাদাপানিতে গাড়ি ভাসছে এবং ডুবে যাওয়া বাড়ির ছাদে আশ্রয় নেয়া শিশু ও বৃদ্ধদের প্লাস্টিকের নৌকায় করে সাহায্য করছেন সেনা ও উদ্ধারকর্মীরা।
বন্যার কারণে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, বলেন উইবুউ। তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় বন্যার পানি ৮ ফুট পর্যন্ত ওঠে গেছে। ৩১ হাজারের বেশি মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন।
নতুন বছরের প্রাক্কালে জাকার্তা ও পশ্চিম জাভার পাহাড়ি এলাকায় সাড়ে ১৪ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে স্থানীয় নদীগুলো প্লাবিত হয়ে পড়েছে।
জাকার্তার গভর্নর আনিস বাসউইদান বন্যায় আক্রান্ত শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় লোকজনকে সরিয়ে নিতে এবং পানির ভ্রাম্যমাণ পাম্প বসাতে ১২ হাজার উদ্ধারকারী কাজ করছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক পোলানা প্রামিস্তি জানান, বন্যায় রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার হালিম পারদনাকুসুমা অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং এতে আটকা পড়েছেন ১৯ হাজারের মতো যাত্রী।#