সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুর আদর্শ মুখে নয়,বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে: দুদক চেয়ারম্যান

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ শুধু মুখের আলোচনায় সীমাবদ্ধ না রেখে, কাজের মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে। বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসীদের দুর্নীতি বিরোধী সংগ্রামে অংশ নিতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে শুধু মুখে বললে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সর্বাতœক সংগ্রামকে সফল করতে সবার প্রতি অনুরোধ জানান দুদক চেয়ারম্যান।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্টানে কমিশনের সহকারী পরিচালক থেকে তদূর্ধ্ব পর্যায়ের প্রায় তিন শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ শুরুতেই মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বাঙ্গালী জাতির প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল অকৃত্তিম ভালোবাসা ও বিশ্বাস। মানুষের প্রতি ছিল তাঁর অনেক দরদ। তাই, বিশ্বদরবারে বঙ্গবন্ধু নিজেকে সর্বদা শোষিত শ্রেনীর প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতেন।

তিনি ছিলেন হিমালয়তূল্য বিশাল ব্যক্তিত্বের অধিকারী;তাঁর অসামান্য মর্যাদা ও দৃঢ়তার কথা আন্তার্জাতিক গণমাধ্যমগুলোও তুলে ধরেছিল। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর অনমনীয় ও সুদৃঢ় অবস্থানকে সবাই স্বীকৃতি দিয়েছেন।
দুদক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে তার আদর্শকে লালন করতে হবে, বঙ্গবন্ধুকে শুধু আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে দেশ গঠনে সকলে একসাথে কাজ করতে হবে।

দুদক কমিশনার মো. জহুরুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার স্মৃতিচারণ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোন রাষ্ট্র প্রধানকে হত্যার পর খুনিদের ইনডেমনিটি দেওয়া হয়নি, কিন্তু বঙ্গবন্ধুর ক্ষেত্রে এটি হয়েছে।যদিও দেরিতে হলেও আমাদের সুপ্রিম কোর্ট তা বাতিল করে। এদেশে এ জঘন্য হত্যার বিচার হয়েছে এবং অপরাধীদের সাজা কার্যকর হয়েছে। তার কন্যা পিতার খুনের বিচার নিশ্চিত করেছেন।

দুদক কমিশনার আরো বলেন, বঙ্গবন্ধু ৭৫ সালে দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছেন আমরা আজও একই কথা বলছি। তার উক্তি সমূহ আমরা সবাই জানি। তিনি আক্ষেপ করে বলেন আমরা বঙ্গবন্ধুর কথামত কাজ করি না, শুধু মুখে বলি।তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মা তখনই শান্তি পাবে যখন আমরা তাঁর কথামত কাজ করব;দুর্নীতি দমনে দৃঢ়তার সাথে কাজ করব।

বিষয়ভিত্তিক আলোচনায় প্রধান কার্যালয়,বিভাগীয় ও জেলা কার্যালয় এর বক্তাগণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বঙ্গবন্ধু হত্যাকান্ডের আর্থ সামাজিক প্রভাব, বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া এবং দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ও বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আলোকপাত করেন । # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12