দূরবীণ নিউজ ডেস্ক :
গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত নতুন করে হয়েছেন ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরো ৯৮ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ জন, নারী ৩০ জন ও ১০ শিশুজন রয়েছে। বগুড়ায় বর্তমানে মোট আক্রান্ত ১, ১৩৫ জন। সুস্থ হয়েছেন ৮৫ জন এবং মারা গেছেন ১১ জন।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান অনলাইন ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া ১৮৮টি নমুনা পরীক্ষার ফলে বগুড়ার ৬৫ জন ও টিএমএসএস মেডিকেল কলেজ থেকে পাওয়া ৭০টির ফলে ৩৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে বগুড়া সদরে ৫৬ জন, সারিয়াকান্দিতে ২২ জন, আদমদীঘিতে পাঁচজন, কাহালুতে চারজন, শিবগঞ্জে চারজন, শাজাহানপুরে দুইজন, গাবতলীতে দুইজন, ধুনটে দুইজন এবং শেরপুরে একজন। এদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্য রয়েছেন। #