দূরবীণ নিউজ প্রতিবেদক:
এক কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকার স্থাবর ও অস্থাবর অবৈধ সম্পদ অর্জনের অর্জনের অভিযোগে ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ নভেম্বর) দুদকের উপপরিচালক মো. মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ আসামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
তিনি জানান,মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে,আসামী মো. আবুল কালাম আজাদ ১৯৮৭ সালে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে সরকারি কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর তিনি বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমান অবৈধ সম্পদ উপার্জন এবং দখলে রাখার করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক যাচাই বাছাই শেষে তার সম্পদ বিবরণী তলব করে নোটিশ পাঠায়। এরপর ২০২০ সালে ১২ নভেম্বর তিনি স্থাবর ও অস্থাবর সম্পদ বিবরণী দাখিল করেন।
তিনি এক কোটি ৩৫ লাখ ৮০ হাজার ৪৮ টাকার স্থাবর এবং এক কোটি ৫৪ লাখ ৬৯ হাজার ৩৫৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য দাখিল করা বিবরণীতে উল্লেখ করেন। পরে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আসামীর সম্পদ বিবরণী যাচাইকালে তার বৈধ সম্পদের তথ্য পান; এক কোটি ৮৪ লাখ ৩১ হাজার ৫৩৬ টাকা এরমধ্যে তার পারিবারিক ৪২ লাখ ১৪ হাজার ৯৫৪ টাকা। এখানে তার নীট আয় পাওয়া যায় এক কোটি ৪২ লাখ ১৬ হাজার ৫৮২ টা। অর্থাৎ তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমান দুই কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৫৫৫ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত মোট এক কোটি ৫৬ লাখ ৬৬ হাজার ৯৭৩ টাকার সম্পদ । এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।# কাশেম