দূরবীণ নিউজ প্রতিবেদক:
নগর ভবনের দক্ষিণে পাশে মাত্র দেড় শত গজের ভেতরে বহুল আলোচিত ফুলবাড়িয়া মার্কেটের ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদের অভিযান কঠোর অবস্থানে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপেস। এ উচ্ছেদ অভিযান স্থগিতের জন্য আওয়ামী লীগ এবং ব্যবসায়দিরে বিভিন্ন পর্যায় থেকে নানা তদবির এবং আবেদন নিবেদন সত্বেও অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম জোরালোভাবে চলছে। অবৈধ দোকান উচ্ছেদের সিদ্ধান্ত থেকে চুল পরিমান সরে না যাবার নিদের্শ মেয়রের।
এদিকে রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে টানা চতুর্থদিনের মত ফুলবাড়িয়া মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম। আর এ অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা মো: মুনিরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ।
অনলাইন নিউজ পোটাল ‘দূরবীণ নিউজ’কে এসব তথ্য নিশ্চিত করেছেন, মেয়র শেখ ফজলে নুর তাপসের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি বলেন, এর আগে ৩দিনের অভিযানে ফুলবাড়িয়া মার্কেটের প্রায় ৭ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ রোবার দুপুর থেকে চতুর্থ দিনের মত উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এ অভিযান চলবে সন্ধ্যা পর্যন্ত। এ মার্কেটে একটি অভেধ দোকান কিংবা স্থাপনার চিহ্নি রাখা হবে না।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা বলেন, সিটি করপোরশন মালিকানাধীন এ মার্কেটে ৯১১টি নকশাবহির্ভূত বা অবৈধ দোকান রয়েছে। এসব দোকান মার্কেটের সিঁড়ি, হাটা-চলার পথ, টয়লেট, লিফটের জায়গা, ফুটপাতে করা হয়েছে। যারফলে মেয়রের নির্দেশে গত মঙ্গলবার থেকে এ মার্কেটে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ৮ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ হয়েছে। প্রয়োজনে আরও কয়েকদিন এই মার্কেটে অভিযান চালানো হবে।
তিনি আরো বলেন, প্রথম দিন গত মঙ্গলবার ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের বাধা দিয়ে ছিল। ফলে মেয়র স্যার আরো ক্ষেপেছেন।