দূরবীণ নিউজ প্রতিবেদক:
ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসানের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযােগে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটির উপপরিচালক আলী আকবর বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বিষয়টি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দুইটি রেকর্ড করা হয়েছে।
দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে আসামি ইমতিয়াজ হাসান রুবেল অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাতআয় বহির্ভূত ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি দুদকে দাখিলকরা সম্পদ বিবরণীতে মােট ৩৬ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৬৫২ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গােপন করেছেন।
অপর মামলার আসামি সাজ্জাদ হােসেন বরকতের বিরুদ্ধে অবৈধ উপায়ে ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং দাখিলকরা সম্পদ বিবরণীতে মােট ১৭ কোটি ৯০ লাখ ৩ হাজার ১৪১ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ গােপনের অভিযোগ আনা হয়েছে। #