দূরবীণ নিউজ প্রতিবেদক:
রোববার (২৩ ফেব্রুয়ারী ) থেকে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে প্রবাসীদের অভিযোগ জানানোর জন্য কমিশনের হটলাইনে আর্ন্তজাতিক ‘কল ইনকামিং সার্ভিস’ চালু করা হয়েছে।
ফলে এখন থেকে প্রবাসীরা সহজেই ‘+৮৮০৯৬১২১০৬১০৬’ নম্বরে অফিস চলাকালে (স্থানীয় সময় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত) ফোন কল করে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন।
উল্লেখ্য,গত বুধবার দুদক জরুরি ভিত্তিতে একজন কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা করেছিল।
এর মাধ্যমে মাত্র ২ দিনেই অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, মালোয়েশিয়াসহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের শতাধিক ফোন কল পাওয়া যায়।
এসব ফোনকলের অধিকাংশই প্রবাসীদের জায়গা-জমি, দোকান-পাট, এলাকার আইন-শৃঙ্খলা , ট্রাভেল এজেন্সির অনিয়ম এবং আকামা সংক্রান্ত। তবে দুদক সূত্র জানায় এ জাতীয় অধিকাংশ অভিযোগই দুদক আইনের তফসিলভুক্ত নয়। # কাশেম